ভালুকায় দেশীয় অস্ত্র ও মাদক জব্দ নারীসহ গ্রেফতার ২

 ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মাদক ব্যবসাযী মো. সুরুজ মিয়ার বাড়ি থেকে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করে ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ শুক্রবার (২০ জুন) রাতে  অভিযান চালায়।  গ্রেফতারকৃতরা হলেন- সরুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৮) ও মুক্তাগাছার  হান্নান মিয়ার ছেলে আবু রায়হান (২৭)।থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মো. সুরুজ মিয়ার বাড়িতে মাদক বেচাকেনার সংবাদে গত শুক্রবার (২০ জুন) রাতে ওই বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানা পুলিশ। ওই সময় পুলিশ তার বসতঘর থেকে ১০১পিস ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও ৫টি মোবাইল জব্দ করে পুলিশ। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরুজ মিয়া পালিয়ে যায়। ওই ঘটনায় ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান বাদি হয়ে তিনজনকে আসামী করে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন। মামলায় সুরুজ মিয়াসহ তিনজনকে আসামী করা হয়েছে।ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মাদক ব্যবসায়ী সুরুজ মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *