দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে”—তারুণ্যের সমাবেশে নজরুল ইসলাম খান

আনোয়ার হোসেন রানা,বগুড়া থেকে ফিরেঃ রংপুর ও রাজশাহী বিভাগের যৌথ উদ্যোগে বগুড়ায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার” সমাবেশে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেছেন,”দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।”

শনিবার (২৪ মে,২০২৫),বিকেলে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ঈদগাহ্ মাঠে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজন “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার”— শীর্ষক সমাবেশে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশস্থল পরিণত হয় তরুণদের এক বিশাল  মিলন মেলায়।

রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা আদায়ের প্রত্যয়ে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য,রাখেন  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এস.এম জিলানী। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব আহসান-এর সঞ্চালনায়, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সমাবেশটির আয়োজনে করে।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, “বর্তমানে দেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তরুণদের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারে তারুণ্যই প্রধান শক্তি।”

বগুড়া ছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী,পাবনা, সিরাজগঞ্জ,নাটোর, নওগাঁ জয়পুরহাট, অপরদিকে রংপুর বিভাগের গাইবান্ধা,কুড়িগ্রাম,লালমনিরহাট রংপুর, দিনাজপুর পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার,জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে এ সমাবেশে যোগ দেন। তাদের উপস্থিতি সমাবেশে উদ্দীপনা যোগ করে।

শেষে কেন্দ্রীয় নেতারা শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশটি ছিল তারুণ্যের প্রতিবাদী কণ্ঠ ও রাজনৈতিক অধিকার আদায়ের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে মানে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *