চ্যানেল7বিডি ডেক্স: গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঈদ বোনাস ও ২৫% উৎপাদন বোনাসসহ ১৪ দফা দাবিতে ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আন্দোলনে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবি ও আন্দোলনের কারণ
শ্রমিকদের অভিযোগ, কারখানার প্রায় ১,২০০ শ্রমিকের ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি ও বাৎসরিক বোনাস দেওয়া হয় না। এছাড়া, প্রোডাকশন রেটও ঠিকভাবে নির্ধারণ করা হচ্ছে না। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—
ঈদ বোনাস পরিশোধ
ওভারটাইম বিল প্রদান
জিএমের পদত্যাগ
উৎপাদন বোনাস বৃদ্ধি
সড়ক অবরোধ ও ভোগান্তি
সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।
প্রশাসনের হস্তক্ষেপ
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ