রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে বাড়ি ফেরার পথে এক তরুণী শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী ওই তরুণী তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাভার বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর এলাকায় তরুণী শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফিরছিলেন বাসায় পৌঁছে দেখেন, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন তাকে দেওয়ার জন্য। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে বাড়ি ফেরার পথে সোহেল রোজারিও ওই তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন।
কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে পথিমধ্যে বিপ্লব ও মিঠুর দেখা হয়। এরপর তাঁরা তিনজন মিলে তরুণীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তাঁর নিজ বাড়িতে জোর করে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর সোহেল রোজারিও তরুণীকে “ঘটনাটি কাউকে জানাল প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তরুণী সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় তিনজনকেই আসামি করা হয়েছে। আসামিরা হলেন—সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, গতকাল শুক্রবার ভূক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।