হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট…..

বাসস : ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের মুখপাত্র ছিলেনহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্প।

ক্যারোলিন হতে যাচ্ছেন হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের মুখপাত্র ছিলেন।

এএফপি শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

স্থানীয় সময় শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। ‘আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

চলতি বছরের জানুয়ারিতেও ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন।

তার আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। তিনি ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। { বাসস } 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *