পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। তার বয়স ছিল ৮৬ বছর। ফুজিমোরি মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়। ফুজিমোরির মেয়ে কেইকো ফুজিমোরি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াইয়ের পর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। তিনি লিখেছেন, “তার আত্মার শান্তির জন্য যারা তাকে ভালোবাসেন তারা প্রার্থনা করতে পারেন। সবকিছুর জন্য ধন্যবাদ বাবা।”

ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং একপর্যায়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

প্রেসিডেন্ট হিসেবে তার কঠোর পদক্ষেপ, বিশেষ করে বামপন্থি গেরিলা বিদ্রোহ দমনের ক্ষেত্রে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জন্ম দেয়। ক্ষমতা ছাড়ার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং পেরুতে প্রত্যর্পণ করা হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে প্রায় ১৬ বছর কারাগারে ছিলেন তিনি।

ফুজিমোরি ক্ষমতার অপব্যবহার এবং ৯০-এর দশকের শুরুতে দুটি গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন। ১৫ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গত বছরের ডিসেম্বরে পেরুর প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় লিমার বারবাডিলো কারাগার থেকে মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *