র‌্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খুন সহ ডাকাতি মামলায় পলাতক যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোঃ স্বপন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

গত ২৮ এপ্রিল ২০০২ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইসলামপুর গ্রামের মোঃ শাহাজাহান আলী হত্যা সহ ডাকাতি মামলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত ও ২৫০০০/-হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ স্বপন (৫২), পিতা-ইব্রাহিম মন্ডল, সাং-ফিলিপ নগর মন্ডলপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ বাজার এলাকায়’’অবস্থান করিতেছে। সেই মোতাবেক অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয় এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-১৫, ২৮/০৪/২০০২, জিআর-৮৩/০২, সেশন-৩৫৫/০৩, ধারাঃ ৩৯৬ পেনাল কোড ১৮৬০ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ স্বপনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *