সিনেমা থেকে আমির খানের অবসর!

বিশেষ প্রতিনিধি: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খান দীর্ঘদিন ধরে কাজের ব্যস্ততা থেকে দূরে রয়েছেন। শুধু একজন অভিনেতা নন, তিনি পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং টেলিভিশন উপস্থাপক হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

সম্প্রতি একের পর এক ফ্লপ সিনেমার কারণে আমির খান হয়তো অবসর নেওয়ার কথা ভাবছেন। এই বিষয়ে তার বড় ছেলে জুনায়েদ খান কিছু ইঙ্গিত দিয়েছেন, যা এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। পাশাপাশি, তিনি তাদের প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন।

গত আট বছর ধরে আমির খান কোনো সুপারহিট সিনেমা উপহার দিতে পারেননি। তিনি যে দুটি সিনেমা নিয়ে খুব আশাবাদী ছিলেন, সেগুলো সাফল্যের মুখ দেখেনি। ‘থাগস অফ হিন্দুস্তান’ এবং ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দুটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় আমির খান কিছুটা হতাশ হয়েছেন।

শোনা যাচ্ছে, বর্তমানে আমির খান আলোচনার থেকে দূরে থেকে আড়ালে থাকতে পছন্দ করছেন। তার দুই বন্ধু শাহরুখ খান এবং সালমান খান অনেক চেষ্টা করেও তাকে পুরোনো উন্মাদনায় ফিরিয়ে আনতে পারেননি। তবে আমির খানের ভক্তরা তাকে রূপালি পর্দায় দেখতে এখনও অপেক্ষায় রয়েছেন।

এমন পরিস্থিতিতে আমির খানের ছেলে জুনায়েদ খান বলিউডে তার প্রথম সিনেমা ‘মহারাজ’ দিয়ে অভিষেক করেছেন। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জুনায়েদ জানান, তার বাবা অবসর নেওয়ার দিকে মনোযোগী। তিনি বলেন, “বাবা আমাকে বারবার বলেন, ‘আমি অবসর নিচ্ছি, তুমি এবার প্রযোজনা সংস্থার দায়িত্ব নাও।’ তাই আমি প্রযোজনা সংস্থায় যুক্ত হলাম। প্রযোজনা নিয়ে আমার ভাবনা একটু আলাদা, এটি ফিল্মমেকিংয়ের অন্যতম কঠিন দায়িত্ব।”

জুনায়েদের এমন মন্তব্যের পর অনেকেই ভাবছেন, তাহলে কি আমির খান সত্যিই চলচ্চিত্র থেকে বিদায় নিতে চলেছেন? এর সঠিক উত্তর হয়তো সময়ই দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *