হত্যা মামলায় কৃষকলীগ নেতা কামাল মন্ডল ডিবির হাতে গ্রেফতার…

মাহবুব আলম জুয়েল : গাজীপুর মহানগর বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চান্দনা এলাকায় পশমী সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরীর সামনে ২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার উপর অতর্কিত ভাবে হামলার ঘটনায় বুধবার(১৩ ই নভেম্বর ২০২৪) রাতে ১৮ নং ওয়ার্ড থেকে হত্যা মামলা এজাহার ভুক্ত আসামী কৃষক লীগ নেতা কামাল মন্ডলকে গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আসামি গাজীপুর জেলার বাসন থানা টেকন পাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। ঘটনা সূত্রে জানা যায় ২০-০৭- ২০২৪ ইং তারিখে আসামি কামাল মন্ডল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নজরুল নামের এক ব্যক্তিকে হত্যা করে। পরে নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই হস্ত্যা মামলার অন্যতম আসামী কৃষকলীগ নেতা কামাল মন্ডল কে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশের সুদক্ষ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাসন এলাকা থেকে গ্রেফতার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায় আসামী কামাল মণ্ডল আওয়ামী লীগের নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক মোঃশফিকুল ইসলাম। তিনি বলেন হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামী কামাল মন্ডল কে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে রাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *