ফরিদপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ‌পালিত,,,,

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ‌ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ‌ ফরিদপুর জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং এনজিও সমূহ ফরিদপুরের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শোভাযাত্রা ‌ ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন, আয়োজক ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়,জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র ‌ও এনজিও সমূহ ফরিদপুর।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‌ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ,বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াসিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এ এস এম আলী আহসান উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় ফরিদপুর, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শামসুল ইসলাম আল বরাটি সভাপতি বাংলাদেশ মুক ও বধির সংস্থা ফরিদপুর।

আব্দুল কুদ্দুস মোল্লা নির্বাহী পরিচালক সূর্যোদয়, নুসরাত জাহান মিনি ‌ সভাপতি আস্থা প্রতিবন্ধী সংস্থা, বিপ্লব কুমার মালো সভাপতি গ্রাম উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপনা করেন ফরিদপুর মুক বধির বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আমিনুল হোসেন। সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা ‌ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা এদেশের নাগরিক। আর তাই সাধারণ জনগণের মতো তাদেরও ভোটাধিকার রয়েছে। তাদেরও আত্মকর্মসংস্থান এর মাধ্যমে সাবলম্বী হবার ‌‌ সুযোগ রয়েছে।‌

বক্তারা বলেন ‌ প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে ‌ ভোটদান থেকে বঞ্চিত না হয় ‌ সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সরকারে কোনো সুযোগ সুবিধা থেক ‌ বঞ্চিত না হয় সে দিকে ও সরকারকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়ন করতে হলে তাদের টেকসই উন্নয়ন করতে হবে এজন্য তাদের প্রশিক্ষণ প্রদান করতে হবে।

বক্তারা বলেন, ফরিদপুর জেলায় ৫১৩৯৮ জন প্রতিবন্ধী রয়েছে। এদের মধ্যে যারা তালিকাভুক্ত আছেন তারা যেন সরকারের সুযোগ পায ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা এবং স্বাবলম্বী করতে হবে।

ফরিদপুর প্রতিবন্ধীদের জন্য ‌ কোন স্কুল বা কলেজ থাকলে ‌‌ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ‌তারা স্বনির্ভর হতে পারে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে প্রতিবন্ধী পুনর্বাসন সেবা ও সাহায্য থেকে মোট সাতজন প্রতিবন্ধী কে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী শিশুর অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *