কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে একটি চাঁদাবাজির মামলায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সাইফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত বুধবার রাতে যৌথ বাহিনী সাবেক ওই কাউন্সিলর সাইফুল ইসলামকে লতিফপুর এলাকার নিজ বাসা থেকে আটক করে। পরে বৃহস্পতিবার সকালে যৌথ বাহিনীর সদস্যরা তাকে কালিয়াকৈর থানায় সোপর্দ করেন।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কালিয়াকৈরের বক্তারপুর পাঁচ লক্ষ্মী কালামপুর এলাকার মৃত হাজী শফিউদ্দিনের ছেলে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহসভাপতি এবং একই ওয়ার্ডের বিএনপির সভাপতি।
জানা যায়, সাইফুল ইসলাম আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকার এক পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই পরিবার ৫০ হাজার টাকা দিলেও বাকি ৯ লাখ ৫০ হাজার টাকার জন্য পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে যৌথ বাহিনীর কাছে অভিযোগ করা হয়। পরে গত বুধবার রাতে যৌথ বাহিনী তাকে আটক করে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর থানায় সোপর্দ করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, যৌথ বাহিনীর হাতে আটক পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামকে চাঁদাবাজির মামলায় শুক্রবার সকালে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।