শ্রীপুরে সরকারি খাল ভরাট করে দোকান নির্মাণ

রাকিবুল হাসান, শ্রীপুর গাজীপুর : স্থানীয়রা নিষেধ করার পরও কথা শুনেনি বলে দৈনিক আজকের আলোকিত সকালকে জানান স্থানীয়রা। দখল, দূষণের কারণে খালটি প্রায় ভরাট হয়ে যাচ্ছে। দিন দিন যেভাবে খাল দখল হয়ে আসছে তাতে আগামীতে খালের কোনো অস্তিত্ব থাকবে না এমন মন্তব্য সচেতন নাগরিকদের। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী-গোসিংগা দুই ইউনিয়নের সীমান্তবর্তী ওরাদি খাল দখল করে দোকানঘর নির্মাণের কাজ করছেন ছালিমউদ্দিন নামের এক ব্যক্তি। খাল দখল করে দোকান নির্মাণ করা হলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে জানিয়েছেন ওই এলাকার একাধিক ব্যক্তি।

শুকিয়ে পুরো খাল প্রায় পানিশূন্য। তার ওপর খালের পাড়ে স্থাপনা তৈরি করে অবাধে চলছে দখলের প্রতিযোগিতা। দূর থেকে বোঝার উপায় নেই খালের অস্তিত্ব। ওরাদি খালের পাড় ঘেঁষে  আরসিসি পিলার দিয়ে তৈরি করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি।

এই খালটি এখন মানুষের দখলে চলে গিয়ে যেন মরা ডোবায় পরিণত হয়েছে। শুক্রবার (১৫ নবেম্বর) সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামের উত্তর পাড়া সরেজমিনে ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। শ্রীপুর উপেজলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *