খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলম সহ আটক …. ৩

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ আটক হওয়া তিন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে দিদারুল আলমসহ রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলকে আটক করা হয়।

খাগড়াছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল পার্বত্য জেলায় একটি টিম গঠন করেন। পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নিদের্শনায় গঠিত টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে করা ৪০টি মামলার আসামি দিদারুল আলমের অবস্থান নিশ্চিত করেন।

এরপর তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে জানালে বুধবার বিকেলে খুলশি থানা এলাকা থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলকে আটক করে পুলিশ। পরে বুধবার রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ আসামিদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *