টাইম সাময়িকীর সেরা ১০০ কোম্পানির তালিকায় কারা

বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যের জগতে অনেক পরিবর্তন ঘটে যাচ্ছে। সম্প্রতি টাইম সাময়িকী ২০২৪ সালের শীর্ষ ১০০টি কোম্পানির যে তালিকা প্রকাশ করেছে, সেখানে পরিবর্তনের তথ্য উঠে এসেছে। বিশ্বখ্যাত এই সাময়িকীর ২০২৩ সালের তালিকায় যেসব কোম্পানি ছিল, সেগুলোর মধ্যে মাত্র সাতটি এবারের তালিকায় স্থান পেয়েছে। 

টাইম সাময়িকীর যে সংখ্যায় ১০০টি কোম্পানির তালিকা প্রকাশিত হয়েছে, সেটির প্রচ্ছদে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্টার্টআপ অ্যানথ্রোপিকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের ছবি ছাপা হয়েছে। টাইম সাময়িকী বলছে, এ ঘটনায় বোঝা যায়, বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর ব্যবসায়িক এজেন্ডায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত স্থান করে নিচ্ছে। এবার সে প্রমাণই সামনে এসেছে। এমনকি যেসব কোম্পানি এআইয়ের উন্নয়নের সঙ্গে কোনোভাবে জড়িত নয়, তাদের ব্যবসায়িক এজেন্ডায়ও এআই দ্রুত স্থান করে নিচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *