হাসিনার কর্মচারীরাও পেয়েছেন প্লট, প্রশ্ন উঠছে বরাদ্দের প্রক্রিয়া নিয়ে

অনলাইন ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মচারীরা, যেমন বেয়ারা (স্টুয়ার্ড), আপ্যায়নকারী (প্যান্ট্রিম্যান), সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কর্মচারীরাও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট পেয়েছেন। এদের মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং তথ্য অধিদফতরের ক্যামেরাম্যানও রয়েছেন। তবে, তারা কীভাবে এই প্লট পেয়েছেন, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

রাজউকের এক বোর্ড সভায় মোট ১২৭ জনকে ৩ থেকে সাড়ে সাত কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন মন্ত্রী, সংসদ সদস্য, এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তবে, অনেকেই প্রভাব খাটিয়ে বরাদ্দকৃত প্লটের আকার পরিবর্তন করে বড় করেছেন।

প্লট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রভাব খাটিয়ে তালিকা পাঠানো হয়েছিল, যার ভিত্তিতে প্লট বরাদ্দ করা হয়। এ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থেকে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং রাজউক এ অনিয়মের শিকার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *