সিলেটে শেখ হাসিনার পক্ষে মিছিল… দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেট জেলা প্রতিনিধি: মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয়া হয়। এ ছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।

সিলেট নগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মহানগরের কোতোয়ালি থানা এলাকা থেকে সোমবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ।

গণমাধ্যমে মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৮ নভেম্বর (সোমবার) সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহসভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটের সময় কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’

এর আগে সোমবার সকাল সাতটার দিকে নগরের দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল করে ১৫ থেকে ২০ জনের একদল তরুণ।

মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয়া হয়। এ ছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। মিছিলকারী প্রায় সবার মুখেই ছিল মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *