সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা জোরদার…

ডেস্ক রিপোর্ট : উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে প্রথম বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে নিরাপত্তা জোরদার করাসহ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। সেখানে ৬ নম্বর ভবনে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া কোনো গাড়িকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *