নিজস্ব প্রতিবেদক: ভারত কি বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে—এমন প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩০ আগস্ট) বলেন, এটি সম্পূর্ণ অনুমাননির্ভর প্রশ্ন এবং অনুমাননির্ভর প্রশ্নের উত্তর দেওয়া হয় না।
শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতের প্রবেশের অনুমতির জন্য খুব সংক্ষিপ্ত নোটিশে আবেদন করেছিলেন। তাকে ফেরত পাঠানোর প্রশ্নটি কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেন তিনি।
গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন এবং সেখানে এখনো অবস্থান করছেন। তিনি আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারেন, এবং বর্তমানে তিন সপ্তাহের বেশি সময় ধরে ভারতে রয়েছেন।
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়ার কাজ আবার শুরু হবে। ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলার পর বাংলাদেশ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছে এবং উন্নয়ন সহযোগিতা পুনরায় শুরু হবে বলে তিনি আশাবাদী।
বর্তমানে বাংলাদেশিদের শুধুমাত্র মেডিকেল ভিসার মতো জরুরি ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যান্য ক্যাটাগরির ভিসা প্রদানও আবার শুরু হবে, যোগ করেন জয়সওয়াল।