শাহজালাল বিমানবন্দরে মাঙ্কিপক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি

বিশেষ প্রতিনিধি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের আগমনি চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল কাজ করছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এয়ারলাইনসগুলোকে মাঙ্কিপক্সের লক্ষণযুক্ত যাত্রীদের বিষয়ে সতর্ক থাকতে এবং দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশে আসার পর ২১ দিনের মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে যাত্রীদের ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক সতর্কতার পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিমানবন্দর, বেবিচক, এয়ারলাইনস, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে অপারেশনস মেম্বার এয়ার কমোডর এ এফ এম আতীকুজ্জামান সভাপতিত্ব করেন।

বৈঠকে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য সতর্কতা এবং দায়িত্ব নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে লক্ষণযুক্ত যাত্রীদের সনাক্ত এবং চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে, এবং প্রয়োজনে লক্ষণযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল, এবং কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাঙ্কিপক্স আক্রান্ত দেশ বা ব্যক্তির সংস্পর্শে আসা কোনো ব্যক্তি বাংলাদেশে এলে এ রোগের সংক্রমণ ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *