গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২
কোম্পানী কমান্ডারের কার্যালয়
ক্রাইম প্রিভেনশন কো¤পানী-১
কুষ্টিয়া
প্রেস বিজ্ঞপ্তি
তারিখঃ ০৫ জুলাই ২০২৪ খ্রিঃ
র্যাবের অভিযানে দৌলতপুর উপজেলার সাইকেল চোর সন্দেহে পিটিয়ে চাঞ্চল্যকর বুস(৩০) হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। ঘটনার কয়েক দিন পূর্বে এজাহার নামীয় ১নং আসামী মোঃ গোলাম ড্রাইভার এর বাড়ী হতে একটি বাইসাইকেল চুরি হয়ে যায়। উক্ত বাইসাইকেলটি আরিফুল ইসলাম বুস চুরি করেছে বলে অহেতুক দোষারোপ করে বিভিন্ন সময় তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় ০৪ জুলাই ২০২৪ তারিখ অনুমান ০৩০০ ঘটিকার সময় এজাহার নামীয় ১নং আসামী মোঃ গোলাম ড্রাইভার ও এজাহার নামীয় ৫নং আসামী, মোঃ রিন্টু আরিফুল ইসলাম বুস এর বাড়ীতে আসিয়া তাকে ডেকে নিয়ে মোঃ গোলাম ড্রাইভার এর বাড়ীতে যায়। মোঃ গোলাম ড্রাইভার এর বাড়ীতে যাওয়ার সাথে সাথে এজাহার নামীয় আসামীগণ সহ তাহাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী পরস্পর যোগসাজস পূর্ব পরিকল্পিত ভাবে আরিফুল ইসলাম বুসকে পিপল্টি গাছের সাথে দড়ি দিয়ে বেধে আসামীগণ একযোগে হাতে পেরাক লাগানো কাঠের বাটাম, হাতুড়ি, লোহার পাইপ, লোহার রড, ইত্যাদি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায়, হাতে পায়ে, বুকে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে বর্বরোচিত ভাবে সারারাত্রী মারপিট করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। সকাল অনুমান ০৮০০ ঘটিকার সময় হইতে পুনরায় উক্ত আসামীগণ হত্যার উদ্দেশ্যে মারপিট করতে থাকলে সকাল অনুমান ০৮৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৭, তারিখঃ ০৫ জুলাই ২০২৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনাটি এলাকায় ও মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৩। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং সিপিএসসি বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে অদ্য ০৫ জুন ২০২৪ তারিখ ০৩৩০ ঘটিকায় বগুড়া জেলার জাহাজানপুর থানা বীরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৩নং এজাহারনামীয় আসামী মোঃ মিঠুন(৩৮), পিতা-নজরুল ইসলাম, সাং-মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত———
এম আবুল হাশেম সবুজ
লেঃ কমান্ডার বিএন
কোম্পানী কমান্ডার
ফোনঃ ০৭১-৭৩৫০০
মোবাইল-০১৭৭৭-৭১১২১১