রাজধানীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ…

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। তবে কারও কারও মতে এই সংখ্যা আরও অনেক বেশি। এসবের বড় একটি অংশই ব্যাটারিচালিত। প্যাডেলচালিত পুরনো অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে সেগুলো যান্ত্রিক করা হচ্ছে। ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মঙ্গলবার বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি ও সাধারণ সম্পাদকের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দিয়েছে।

রুলে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচএম সানজীদ সিদ্দিকী। তিনিই আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

রিটটি আদালতে দায়ের করেন রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মোমিন আলী।

তথ্যমতে, রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। তবে কারও কারও মতে এই সংখ্যা আরও অনেক বেশি। এসব রিকশার বড় একটি অংশ ব্যাটারিচালিত। প্যাডেলচালিত পুরনো অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে সেগুলো যান্ত্রিক করা হচ্ছে।

রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে এগুলো মূল সড়কেও উঠে আসছে। নিয়ন্ত্রণহীন গতিতে চলা যন্ত্রচালিত এসব রিকশা অহরহ দুর্ঘটনার কবলে পড়ছে। অনেকে আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে।

ঢাকার দুই সিটি করপোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *