মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী( নরসিংদী)) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ ডিসেম্বর)সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন,সুন্দর ও আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,আপনাদের সহযোগিতা পেলে অন্যায় ও দুর্নীতি বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ইনশাআল্লাহ্ উপজেলাতে সাংবাদিকতার নামে কেউ যেন অপ-সাংবাদিকতা ও দালালী করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল মাহিন সাংবাদিকবৃন্দের বক্তব্যগুলো মনযোগ দিয়ে শুনেন এবং আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতিরোধে উপজেলা প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাশেদুল হাসান মাহমুদ,উপজেলা ভেটেনারী কর্মকর্তা,ডা.শামীম আহমেদ,উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা,মো.জাসেদুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ আজমেরী সুলতানা,সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল,সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম,সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,অলি উল্লাহ্,মাওঃমো.তৈয়বুর রহমান ফরায়েজী,জাকির হোসেন,ইব্রাহিম খলীল,হুমায়ুন কবীর,মো.কাওসার মাহমূদ,লাকী আক্তার,মো.হিমেল,ইব্রাহিম মৃধা,পিংকী দাস,আল-ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।