নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশে চলমান সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী ১১ আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল বুধবার।
মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে আমরা ১১ আগস্টের এইচএসসি পরীক্ষার বিষয়ে আগামীকাল (বুধবার) সিদ্ধান্ত নেব।”
কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষাও স্থগিত করা হয়।
গত ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।