বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি :রোমান  :আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস-২০২৪ উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে টঙ্গী এবং কাপসিয়ার নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের  – কাপসিয়া পল্লী বিদ্যুৎ অফিস মাঠ সংলগ্ন স্থানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৪ ডিসেম্বর ) অয়োজিত এ প্রতিযোগিতায় আনন্দের সাথে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করেছে(৪৭) জন! প্রতিযোগীদের নিয়ে,৩০ মিটার দৌড়, টেনিস বল নিক্ষেপ, বালিস খেলা, চিত্রাঙ্গন, কবিতা আবৃত্তি ,যুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব তামান্না তাসনীম, উপজেলা নির্বাহী অফিসার,কাপাসিয়া।  ব্র্যাক হেড অফিস থেকে আগত বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জনাব মো:জাহিদুল কবির, স্বাগত বক্তব্য দেন তামান্না আঞ্জুমান, প্রধান শিক্ষক, ব্র‍্যাক এনডিডি সেন্টার, সভাপতিত্ব করেন জনাব মর্জিনা খাতুন, ম্যানেজার, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রুবিয়া আক্তার। খেলা পরিচালনা করেন  প্রধান শিক্ষক তামান্না এবং হাবিবা, ব্র্যাক এনডিডি সেন্টার, এছাড়াও উপস্থিত ছিলেন শরৎ চন্দ্র সাহা সহ ব্র্যাক এর অন্যান্য কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

২০১৫ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি  কাপসিয়া এনডিডি সেন্টারের মাধ্যমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, বুদ্ধিপ্রতিবন্ধী এবং ডাউন সিনড্রোম শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ  করে আসছে। এই সেন্টারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নয়ন, যোগাযোগ দক্ষতার বৃদ্ধি এবং আচরণের ইতিবাচক পরিবর্তন আনা।  বিশেষ শিক্ষার পাশাপাশি প্রি-একাডেমিক শিক্ষা প্রদান, মূলধারার স্কুলে ভর্তির সুযোগ তৈরি, অভিভাবক ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের মানউন্নয়ন নিশ্চিত করা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *