বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিয়মতান্ত্রিক পরিবর্তনের দাবিতে একত্রিত হয়েছেন দেশের এক সময়ের ফুটবল তারকারা। শনিবার একদল সাবেক ফুটবলার বাফুফে ভবনের সামনের আঙিনায় উপস্থিত হয়ে পরিবর্তনের বার্তা দিয়েছেন।
এই সমাবেশটি মূলত পূর্বপরিকল্পিত ছিল না। বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় মোহামেডান ক্লাবে সমবেত হয়ে ফুটবলার কল্যাণ সমিতির স্থবিরতা কাটানোর বিষয়ে আলোচনা করছিলেন। আলোচনার একপর্যায়ে বাফুফের বর্তমান নির্বাহী কমিটির প্রতি অনাস্থার বিষয়টি উঠে আসে। এরপর তাঁরা বাফুফে ভবনের সামনে চলে আসেন এবং সেখানে নিজেদের মধ্যে আলোচনা করেন। উপস্থিত গণমাধ্যমের কাছে বাফুফের ভবিষ্যত নিয়ে তাঁদের ভাবনার কথা প্রকাশ করেন।
রোববার সমর্থকরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারের পদত্যাগের দাবিতে ‘মার্চ টু বাফুফে’ কর্মসূচি ঘোষণা করেছে। বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবল সমর্থক বাফুফে ভবন ঘেরাও করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক ফুটবলাররা সতর্ক করেছেন, সমর্থকদের আড়ালে কেউ যেন ফুটবল ফেডারেশনে বিশৃঙ্খলা না ঘটায়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, “আমরা কোনো সমস্যা সৃষ্টি করতে যাইনি। আমরা চেয়েছি, নিয়মতান্ত্রিকভাবে বাফুফেতে পরিবর্তন আসুক। আমরা চাই যারা সত্যিকারের ফুটবলের উন্নয়ন চান, তারাই দায়িত্ব নিন। বর্তমান কমিটি ব্যর্থ হয়েছে, তাই আমরা তাদের আর দেখতে চাই না।”
সম্প্রতি বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। সাবেক ফুটবলারদের দাবি, কেবল পদত্যাগ করলেই হবে না, বাফুফের সকল হিসাব বুঝিয়ে দিয়ে যেতে হবে।
জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বলেন, “তিনি (সালাম মুর্শেদী) পদত্যাগ করেছেন, কিন্তু সমস্ত হিসাব বুঝিয়ে দিয়েছেন কিনা তা জানাতে হবে। যারা এখনও আছেন, তাদেরও দায়িত্ব থেকে সসম্মানে সরে যাওয়া উচিত। আমরা চাই বাফুফেতে পরিবর্তন আসুক, ফুটবল ফিরে পাক তার হারানো ঐতিহ্য।”
এমিলি ও বিপ্লব ছাড়াও সাবেক ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ নকীব, গোলাম গাউস, ইকবাল হোসেন, মাসুদ রানা, সহিদ হোসেন স্বপন, আলফাজ আহমেদ, জাকির হোসেন, মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, জাহিদ হোসেন, তাজুল ইসলামসহ আরও অনেকে। তাঁরা বাফুফে ভবনে থাকা নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে অনুরোধ করেন।