ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এক মাস পিছিয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ শুনানি হওয়ার কথা ছিল। তবে, চিন্ময়ের পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ২ জানুয়ারি। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির তারিখ গত বুধ ও বৃহস্পতিবার এবং পরবর্তীতে গতকাল সোমবার নির্ধারিত থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই সময় জামিন শুনানি হয়নি। সর্বশেষ আজ মঙ্গলবার নির্ধারিত শুনানির দিনে চিন্ময় কৃষ্ণের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। ফলে, আদালত জামিন শুনানির তারিখ এক মাস পিছিয়ে আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন। গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভ রত হাজার খানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সংঘর্ষের সময় চিন্ময় অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। সাইফুল ইসলাম আলিফ সম্প্রতি সরকারি কৌঁসুলি নিযুক্ত হয়েছিলেন।