বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে রিট দায়ের

অনলাইন ডেক্স: বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ রিট দাখিল করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ২৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া কেন এই চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির অনুরোধ করা হয়েছে।

রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


রিটকারীর দাবি: আইনজীবী জানান, ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেলগুলো, যেমন স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এবং রিপাবলিক বাংলা, নিয়মিত বিভিন্ন উসকানিমূলক সংবাদ এবং বাংলাদেশের সংস্কৃতি-বিরোধী অনুষ্ঠান সম্প্রচার করছে। এর ফলে দেশের যুবসমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং তারা বিপথগামী হচ্ছে।

তিনি আরও বলেন, “এই চ্যানেলগুলো বাংলাদেশের আইন মেনে চলার বদলে অবাধে এমন কনটেন্ট প্রচার করছে যা দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এজন্য ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা জরুরি।”

এ রিটের মাধ্যমে বিদেশি চ্যানেলগুলোর কার্যক্রমের উপর আরো কঠোর নজরদারির দাবি তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *