অনলাইন ডেস্ক: তিস্তার পানি বণ্টন ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, এ অমীমাংসিত সমস্যাটি ঝুলে থাকার ফলে কোনো পক্ষই লাভবান হচ্ছে না।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান এখন জরুরি। তার মতে, পানির পরিমাণ নিয়ে সন্তুষ্ট না হলেও, একটি চুক্তি থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এটি এখনো অমীমাংসিত থাকায় অগ্রগতি থমকে আছে।
তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা কি চাপের মাধ্যমে হবে―এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, “চাপ” শব্দটি বড়, বরং এটি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, উভয় দেশেরই একসঙ্গে বসে সমস্যার সমাধানে কাজ করতে হবে।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। মমতা দাবি করেছিলেন, তার রাজ্যে পানির সংকট রয়েছে, যা চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায়।
ড. ইউনূস বলেন, তিস্তার পানি বণ্টন পুরনো একটি ইস্যু, যা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এমনকি পাকিস্তান আমলেও এই বিষয়ে কথা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের তিস্তার পানি পাওয়ার অধিকার রয়েছে, এবং সমাধান খুঁজে বের করাই সবার লক্ষ্য হওয়া উচিত।