টঙ্গীতে শিল্পকারখানা লাভজনক করার আহ্বান বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হক….

টঙ্গী প্রতিনিধি : বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক শ্রমিক কর্মচারীদের নিকট হস্তান্তরিত টেক্সটাইল মিলস গুলি আরো লাভজনক করার অহ্বান জানান। কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

কিভাবে আরো লাভজনক করা যায়, সে বিষয়ে পরিচালনা কিমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার এরপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। গতকাল বুধবার দুপুরে টঙ্গীর মেঘনা টেক্সটাইল মিলস লিঃ কারখানার কর্ম পরিবেশ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্য কারখানার চেয়ে মেঘনা টেক্সটাইল মিলস এর পরিচ্ছন্ন কর্ম পরিবেশ ও কারখানা লাভজনক হিসেবে এগিয়ে থাকার বিষয়টি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এবং পরিচালনা কিমিটির চেয়ারম্যান এমডিকে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিটিএমসি’র উপ-সচিব মারুফুর রশিদ খান, জ্যৈষ্ঠ উপ-প্রধান হিসাব রক্ষক রঞ্জন কুমার প্রসাদ, উপ-মহাব্যবস্থাপক ইব্রাহিম মিয়া, মেঘনা টেক্সটাইল মিলস এর চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো: সালাহ্উদ্দিন প্রমূখ।

বিটিএমসি’র চেয়ারম্যান মেঘনা টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে অলম্পিয়া টেক্সটাইল মিলস পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *