ছাত্রদের চাপে পদচ্যুত হলেও ছাত্রদের নামে মামলা না করে একাধিক শিক্ষকগণের নামে মামলা ও হয়রানি। এর রহস্য কি।।।।

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির দায়ে পদচ্যুত অধ্যক্ষের যোগ সাজসে সাংবাদিক পরিচয়ে রাজীবকে দিয়ে জিডি করে মামলা থেকে বাঁচার জন্য ও পূর্ণ পদে বহাল থাকার জন্য ওয়াদুদুর রহমানের নানান পাঁয়তারা।

গাজীপুর কোডের নন জিয়ার টঙ্গী পূর্ব থানার এস আই উৎপল জানান, ১০ই সেপ্টেম্বর একটি জিডি হয় ওই জিডির ভিত্তিতে নন জিয়ার কোড থেকে অনুমতি নিয়ে অজ্ঞতা নামা শিক্ষকদের তালিকা হচ্ছে টঙ্গী পূর্ব থানায়।

উনিশে আগস্ট ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলনের চাপে অধ্যক্ষ ওয়াদুদুর রহমান পদত্যাগ করেন ।৮ই সেপ্টেম্বর মিথ্যা মানববন্ধনে বহিরাগত লোক দিয়ে অধ্যক্ষ ওয়াদুদুর দুদু রহমান পুনঃপদে বহাল রাখার জন্য সাংবাদিক রাজিবকে উৎকন দেন ৭২ হাজার টাকা।বৈষম্য বিরোধী  ছাত্রদের সম্মানয়ক কাজল এ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে  এসে সাংবাদিক রাজীবকে দুর্নীতর দায়ে ৩০০ টাকার কাগজে মুসলিকা নেন।

সাংবাদিক রাজিব নিজের দোষ এড়ানোর জন্য ও অধ্যক্ষ ওয়াদুদুর রহমান কে পূর্ণ পদে বহাল রাখার জন্য টঙ্গী পূর্ব থানায় জিডি করেন ওই জিডির ভিত্তিতে নন জিয়ার করান গাজীপুর কোড থেকে।

এ বিষয়ে বিভিন্ন সেক্টরের শিক্ষকগণ জানান, নানাভাবে অডিটের নামে, থানা থেকে নানাবিদ ভাবে চাপ প্রয়োগ করে হয়রানি করা হচ্ছে একাধিকবার।

গাজীপুর জেলা শিক্ষা অফিসার শাজাহান জানান, ১ মাস সময় চেয়ে ছিলেন অধ্যক্ষ ওয়াদুদুর রহমান আমরা তাকে সাত কর্ম দিবসের মধ্যে সকল অভিযোগের সততা জানতে চেয়েছি। অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে।।

তদন্ত আয়ু কবির শাহাদাত জানান, দুই পক্ষের সততা জানতে, আগামী রবিবার সময় লাগবে আমাদের। এ বিষয়ে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সাথে যোগাযোগ করতে গেলে ,তিনি কোন প্রকার ফোন রিসিভ করেন নি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *