গাজীপুরে শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরীর দক্ষিণ  ছায়াবিথী কাজী আজিমউদ্দিন কলেজ রোডস্থ শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে শিশু কিশোরদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও ফল খাওয়ার প্রতি আগ্রহ তৈরির লক্ষে মৌসুমী ফল উৎসব-২০২৪ মঙ্গলবার (১১ জুন) সিনিয়র শিক্ষক শানজিদা রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সিনিয়র সহকারী শিক্ষক পারুল আক্তারের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্যের জন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে আর এই পুষ্টিকর খাবার ফলের মধ্যে পাওয়া যায়। আমাদের দেশে অনেক ফল উৎপাদন হয় যেমন- আম, জাম, জাম্বুরা, কাঠাল, কলা, কমলা, পেয়ারা, আনারস, লিচু, আমলকি এইসব ফল প্রচুর পুষ্টিগুন সমৃদ্ধ। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, বেশি বেশি দেশীয় ফল খাবে শরীর ও মন ভালো থাকবে। ফলের পুষ্টিগুন সম্পর্কে আরও নানান দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আনন্দের কমতি ছিলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *