হিরা মিয়া (গাজীপুর) : ২৯ জুন শনিবার সকাল ১১ ঘটিকায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় হাজী সোবহান মার্কেটের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিয়ানশী (বাংলাদেশ) কোঃ লিঃ স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এম হানিফ আলী, মহাসচিব জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি ঢাকা কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবিদা সুলতানা মিতু, সভাপতি বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক পাটুয়ারী, সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক আমার সংগ্রাম।
আরো উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ, এম এম ফয়েজুল্লাহ পাঠান সম্পাদক ও প্রকাশক চেয়ারম্যান বাংলাদেশ ডেভলপমেন্ট ফোরাম। সাংবাদিক এম কাজল খান, সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি ও কার্যনির্বাহী সদস্য জাতীয় সাংবাদিক সংস্থা (JSS) এবং প্রতিষ্ঠাতা সভাপতি বাসন মেট্রো থানা প্রেস ক্লাব। মোঃ সাইফুল ইসলাম মানিক, উপদেষ্টা গাজীপুর মহানগর প্রেস ক্লাব। মোঃ আব্দুল্লাহ আল মামুন সরকার, সভাপতি গাজীপুর মহানগর প্রেস ক্লাব। মোঃ আখতারুজ্জামান সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর প্রেস ক্লাব। মোঃ ওবায়দুল্লাহ (জয়) সাংগঠনিক সম্পাদকঃ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা। মোঃ হিরা মিয়া, অর্থ সচিবঃ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা। মোঃ মোতালেব হোসেন, প্রচার সম্পাদকঃ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা। মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদকঃ গাজীপুর সিটি প্রেস ক্লাব। মোঃ মাজহারুল ইসলাম বোরহান, সাবেক সহ সভাপতিঃ গাজীপুর জেলা ছাত্র লীগ।
উক্ত স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আলোচনা সভায় সভাপতিত্ব করেনঃ সাংবাদিক মোঃ সানাউল্লাহ ভূঁঞা, জয়েন্ট সেক্রেটারি ঢাকা প্রেস ক্লাব। উক্ত আলোচনা সভায় উপস্থিত গুণীজন ও সাংবাদিকবৃন্দ স্বাস্থ্য সেবামূলক আলোচনা করেন। যার মধ্যে রয়েছে কেমিক্যাল মুক্ত খাবার গ্রহণ করে কিভাবে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ থাকতে পারে তার শতভাগ নিশ্চয়তা সহ প্রতিটি মানুষ যেন তার জীবন মান উন্নয়নের জন্য পরিপূর্ণ সুস্থ থাকতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সবশেষে সাধারণ মানুষের সুস্থতা কামনা করে তাবারক বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।