স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় শীতের তীব্রতার শুরুতেই অসহায় শীতার্তদের জন্য নিজস্ব অর্থায়নে ৫ শতাধীক শীতবস্ত্র কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান ‘আশা’। রবিবার সকাল ১০টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের হাতে ৫শ’ ৩০ পিছ কম্বল তুলে দেন আশা’র কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান। ভ্যানে করে কম্বল নিয়ে এসে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এই কম্বল জেলার অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করবেন জেলা প্রশাসক।
আশা’র পক্ষ থেকে মিজানুর রহমান বলেন, সুষ্ঠু বিতরনের জন্যই প্রতিবছর আশা জেলা প্রশাসকের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয়। আগামীতে ও এই কার্যক্রম চালিয়ে যাবে আশা।
এসময় অসহায় মানুষ যেন শীতে কষ্ট না করে সে জন্য আশা’র মত অন্য সামর্থ বানদেরও এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক। এসময় আশার কুষ্টিয়া সদর জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মাহফুজ আলম, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল করিম, কুষ্টিয়া সদরের এসই রাসেল রানা, কুষ্টিয়া সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাবুল হোসেন, কুষ্টিয়া সদর-২ ব্রাঞ্চের ম্যানেজার আরব আলী ও কুষ্টিয়া সদর-১ এর সহকারি সিনিয়র ম্যানেজার তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।