কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার….

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোপন সূত্রে জানতে পারে যে, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২১ নভেম্বর ২০২৪ তারিখ ১৫৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন নাসির বিড়ি ফ্যাক্টরি সামনে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অর্থজারী ১/২৩ মূলে অর্থকারী ঋণ ১২/২০ মামলার সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফয়সাল আহমেদ (৩৬), পিতা-মোঃ আনেচ মন্ডল, সাং-পুরাতন আমদহ বিজলি মোড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌরতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *