অনলাইন ডেস্ক: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “আমরা বিশ্বাস করি, কোনো পেশাই ছোট নয়। হরিজন সম্প্রদায়ের মানুষের কারণে আমাদের শহর সুন্দর হয়েছে। একটি জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে উন্নয়ন সম্ভব নয়।”
শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর হাজারিবাগে হরিজন সম্প্রদায়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত হরিজন সম্প্রদায়ের দাবি-দাওয়া শুনে তিনি উল্লেখ করেন যে, প্রত্যেক পেশার নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা করে হরিজন সম্প্রদায়ের নানা দাবি ও সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
রাজধানীর বংশালের আগা সাদেক রোডের মিরনজিল্লা এলাকায় ব্রিটিশ আমল থেকেই হরিজন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে আসছেন। তাদের ঢাকায় আনা হয়েছিল নগরবাসীর সেবার জন্য। কিছু মাস আগে তারা জানতে পারেন যে, তাদের উচ্ছেদ করা হবে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের ঘোষণা দেওয়ার প্রতিবাদে তারা মিরনজিল্লা এলাকায় সমাবেশও করেছেন। প্রশ্ন উঠেছে, যাঁরা ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখছেন, তাদের প্রতি কেন এই নিষ্ঠুর আচরণ? বিকল্প আবাসনের ব্যবস্থা না করে কাউকে উচ্ছেদ করা কি অমানবিক ও বেআইনি নয়?
অভিযোগ রয়েছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গরিব হরিজনদের উচ্ছেদ করে উন্নয়ন করতে চায় এবং শত শত বছর ধরে বসবাসকারী মানুষদের সঙ্গে আলোচনার প্রয়োজন বোধ করে না। মিরনজিল্লা কলোনিতে বর্তমানে প্রায় পাঁচশ পরিবার বসবাস করছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, এই পাঁচশ পরিবারের মধ্যে ৬৬ জনকে পুনর্বাসন করা হবে।