উত্তরায় বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান- দুই কোটি টাকার অবৈধ মদ উদ্ধার- আটক- ২

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর উত্তরায় কিং ফিশার বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দুই কোটি টাকারও বেশি ম‚ল্যের অবৈধ মদসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বৃহস্পতিবার (২৭শে সেপ্টেম্বর) দিন গত রাতে উত্তরার ১৩ নং সেক্টরে অবস্থিত ওই বারটিতে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় ওই বার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার জব্দ করা হয় । তবে আটককৃত দুজনের নাম-পরিচয় জানা যায়নি । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কোটি টাকারও বেশি ম‚ল্যমানের অবৈধ মদসহ দুজনকে আটক করা হয়েছে। এসব বিদেশি মদ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছিল। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে । যত দিন অবৈধভাবে এ ধরনের ব্যবসা চলমান থাকবে, অভিযানও অব্যাহত থাকবে । উল্লেখ্য, ২০২২ সালের ৬ অক্টোবর রাতে ওই বারটিতে অভিযান চালিয়ে কোটি টাকার মদ জব্দ করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)”র উত্তরা জোনাল টিম । ওই মামলায় ৩৫ জনকে গ্রেপ্তার ও বারটির সাবেক ম্যানেজার আবু সালেহকে তিন দিনের রিমান্ডেও নিয়েছিলেন ডিবি পুলিশ । পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত জব্দকৃত মদগুলো এই বারকে ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *