বিশেষ প্রতিনিধি: সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে থাকার খবরকে গুজব বলে জানিয়েছে ফ্রান্স দূতাবাস। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবর ছড়িয়ে পড়লেও, দূতাবাস এটি সম্পূর্ণ মিথ্যা বলে ঘোষণা করেছে।
বুধবার (১৪ আগস্ট) ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তায় জানায়, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফরাসি দূতাবাসে আশ্রয় নেওয়ার গুজবটি ভিত্তিহীন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়েছিল যে, আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে অবস্থান করছেন। তবে ফ্রান্স দূতাবাসের স্পষ্ট বার্তা এই গুজবের অবসান ঘটিয়েছে।