অর্থ পাচারকারীরা আর শান্তিতে ঘুমাতে পারবে না: গভর্নর

বিশেষ প্রতিনিধি: অর্থ পাচারকারীরা আর শান্তিতে ঘুমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ আগস্ট) নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর ড. মনসুর বলেন, ‘বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে বা করছে, তারা পৃথিবীর কোনও দেশেই শান্তিতে ঘুমাতে পারবে না। দেশীয় আইন ছাড়াও আন্তর্জাতিক আইন তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে।’

তিনি আরও জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। তিনি বলেন, ‘যদি টাকা ফেরত আসে, ভালো। কিন্তু না এলেও, পাচারকারীরা শান্তিতে থাকতে পারবে না।’

গভর্নর আরও বলেন, অর্থপাচারের বিরুদ্ধে লড়াইয়ে শুধু সরকার বা বাংলাদেশ ব্যাংক নয়, আন্তর্জাতিক মহলের সহযোগিতাও প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ‘আমরা এমন পরিস্থিতি তৈরি করবো যাতে যারা টাকা পাচার করেছে তারা কষ্টে থাকে। তারা যেন টাকার বিছানায় আরাম করে ঘুমাতে না পারে। আন্তর্জাতিক আইন এখন আমাদের জন্য সহায়ক, এটি কাজে লাগাতে হবে।’

গভর্নর ড. মনসুর দেশের ব্যাংকিং খাতের বিপর্যস্ত অবস্থার ওপর জোর দিয়ে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব। কিছু ব্যাংকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তিনি বলেন, ব্যাংকিং খাতের সমস্যাগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *