পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  জন নেতা আবুল ফজলের শুভেচ্ছা ও মত বিনিময়

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি:নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের চর আহম্মদপুর ঈদগাহ মাঠে খিদিরপুর ইউনিয়নের উন্নয়ন ভাবনা ও জনতার সঙ্গে উষ্ণ সংলাপ ও মত বিনিময়  করেন, আবুল ফজল ( সভাপতি খিদির পুর ইউনিয়ন বি, এন, পি। সাবেক ছাত্র নেতা, মনোহরদী সরকারী ডিগ্রি কলেজ ছাত্র সাংসদ। বিশিষ্ট ঠিকাদার (ঢাকা) । 

আজ ১০ই জিলহজ্ব, পবিত্র ঈদুল আজহার পুণ্য দিনে, চর আহম্মদপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় জনতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশগ্রহণ করেন খিদিরপুর ইউনিয়নের প্রিয় নেতা, আধুনিক খিদিরপুর বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, জনমানুষের আস্থার প্রতীক, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, মোঃ আবুল ফজল।

নামাজ শেষে এক অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন:

> “ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও আত্মোৎসর্গের প্রতীক। এই পবিত্র দিনে আমরা একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করি। ঈদের আনন্দ শুধু ব্যক্তি বা পরিবারের নয়—এটি সমাজের সকল মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার উৎসব। আমি আমার প্রিয় খিদিরপুর ইউনিয়নের প্রতিটি মানুষকে অন্তরের গভীর থেকে ঈদের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে আমরা খিদিরপুরকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়নে রূপান্তরের পথে এগিয়ে যেতে চাই।”

তিনি ঈদগাহ মাঠের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং অঙ্গীকার করেন, ঈদগাহসহ এলাকার ধর্মীয় ও সামাজিক স্থাপনাগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন।

🔸 স্থানীয় জনগণও অত্যন্ত আন্তরিকভাবে তাঁর বক্তব্যকে সমর্থন জানান এবং উপস্থিতির মাধ্যমে তাঁদের ভালোবাসা ও আস্থা প্রকাশ করেন।আসুন, পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত দিনে ত্যাগ ও ভালোবাসার শিক্ষা ধারণ করে ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সামাজিক ঐক্যের আলোয় খিদিরপুর ইউনিয়নকে গড়ে তুলি উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *