নিজস্ব প্রতিবেদক: আজ ২২শে মার্চ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সকল আইনি মামলা শেষ হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ কামনা করে “জননেতা তারেক জিয়া পরিষদ” এর পক্ষ থেকে ইফতার পার্টি ও সভার আয়োজন করা হয়েছে । ঢাকার অদুরে – শর্মা হাউজ, বাসা-১১, কবি ফারুক স্মরণী, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২১২।

উত্ত সভা ও ইফতার পার্টিতে বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতা ও তারেক জিয়ার সকল মামলায় খালাসে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।

সভায় “জননেতা তারেক জিয়া পরিষদ” এর আহবায়ক কমিটির সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন- তারা হলেন ১) ইঞ্জিঃ রাকিবুল ইসলাম (রাকিব), আহবায়ক ২) আনোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ৩) মোঃ আবু সিদ্দীক, যুগ্ম আহবায়ক ৪) ফারজানা আক্তার লুনা, যুগ্ম আহবায়ক ৫) মোঃ আজমীর হোসেন, যুগ্ম আহবায়ক ৬) আসাদুর রহমান যুগ্ম আহবায়ক ৭) মোঃ মোখলেছুর রহমান (মাসুম), যুগ্ম আহবায়ক ৮) মোঃ আসাদুজ্জামন, যুগ্ম আহবায়ক ৯) মোঃ আমিনুর ইসলাম লালু, যুগ্ম আহবায়ক ১০) মোঃ লাল্টু ফকির, যুগ্ম আহবায়ক ১১) আবুল খায়ের শিমুল, যুগ্ম আহবায়ক ১২) হোসেন আহমেদ, যুগ্ম আহবায়ক ১৩) মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ১৪) রাসেল চৌধুরী (খোকন), সদস্য সচিব ১৫) এস.এম.এ মনসুর মাসুদ, সভাপতি. উত্তরা জার্নালিস্ট ওয়েলফোর ক্লাব ( আহ্বায়ক কমিটির ১নং সদস্য ) ১৬) মোঃ আয়নাল হক(, যুগ্ন আহ্বায়ক )।উক্ত দোয়া ও ইফতার মাহফিলের অভ্যর্থনায় ও সঞ্চালনায় ছিলেন, ফারসিয়া সিদ্দিক ঐশী, রিয়াজুল ইসলাম সনেট, মেহেদী হোসেন শিশির। এ ছাড়া ও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে জননেতা তারেক জিয়া পরিষদের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।