জিয়াউর রহমান গাজী : অভিযোগ সূত্রে জানা যায় ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জালাল সাহেব গড়খালি পাকা ঘাটের ১ লক্ষ টাকা আত্মসাৎ করে। এলাকাবাসী জানান চেয়ারম্যান জালাল এক বছর যাবত বাজেটের পাকা ঘাটটি এখনো পর্যন্ত মেরামত করতে পারেননি এবং পাকা ঘাট থেকে মোজামনগর খেয়াঘাট পর্যন্ত দীর্ঘ ১ থেকে দেড় কিলোমিটার রাস্তা ৩নং ইট দিয়ে কাজ করে শেষ করেছে।
এলাকাবাসী বলেন, রাস্তা দিয়ে কোনভাবেই একজন মানুষ খালি যেতে পারে না মোটরসাইকেল ভ্যান ইজি বাইকের মতন যানবাহন যেখানে সেখানে চিৎ কাত হয়ে পড়ে থাকে। শুধু এখানেই শেষ নয় রাস্তায় ঠিকমতো বালু না দেওয়ার জন্য রাস্তাটার মাঝখান উঁচু নিচু হয়ে যাচ্ছে ইজিবাইক মটরসাইকেল সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী মনে করেন এই রাস্তাটির জন্য সম্পন্ন হেলাল উদ্দিন (হিলু)মেম্বর দায়ী। এলাকাবাসী আরো বলেন ইউনিয়নের জালালাবাদে তিনি তার ইউনিয়ানের সমস্ত বাজেট কেটে নিয়ে যান জালালাবাদে। বিস্তারিত আসছে…