এটিএম আলী আহাম্মেদ : কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার, বাঙ্গুরা বাজার থানায় আজ ১৯ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়েছে “রাহাদ থাই এ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউস (রাহাদ থাই এন্ড এসএস)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজল চন্দ্র সরকার, সম্মানিত জেনারেল ম্যানেজার, রিয়েল এসএস।
তিনি রিয়েল এসএস পণ্যের গুণগত মান, সর্বোচ্চ ওয়ারেন্টি ও গ্যারান্টি বিষয়ে বক্তব্য রাখেন এবং বলেন, আমরাই সেরা, আমরাই বাংলাদেশে প্রথম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাছির আলম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার, রিয়েল এসএস। মোঃ নিরব, ভাই ভাই এসএস মেটাল, বাঙ্গরা থানা, কুমিল্লা। মোঃ নিরব হোসেন, মা বাবার দোয়া এসএস মেটাল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আলী আহাম্মেদ, মেসার্স মিথিলা এসএস স্টিল, ফরদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
সেবা ও পণ্যসমূহ, রাহাদ থাই এন্ড এসএস (শাখা -১) প্রোপাইটর: মোঃ রুবেল, রাহাদ থাই এন্ড এসএস, রামচন্দ্রপুর, মুরাদনগর, কুমিল্লা। যোগাযোগ: ০১৬০৮০০৫১১১১, ০১৮৩২৪০৬৭৮৩।
স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু মুরাদনগর তথা কুমিল্লা জেলায় আধুনিক এ্যালুমিনিয়াম ও গ্লাস শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। ঠিকানা- রামচন্দ্রপুর বাজার, বাঙ্গারা বাজার থানা, মুরাদনগর, কুমিল্লা।