সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন: সিইসি

অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বড় রাজনৈতিক দলগুলো বরাবরই জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে এসেছে। তারা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তেমন কোনো জোর দেয়নি। তাই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমাদের সব প্রস্তুতি চলছে। আশা করছি, আগামী মার্চ মাসের দুই তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হবে এবং পরবর্তী সংশোধনের মাধ্যমে তা প্রকাশ করা হবে। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি। প্রধান উপদেষ্টার সময়সূচি অনুযায়ী প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন রিপোর্ট হাতে এলে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিন প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক সভায় অংশ নেন। সভায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি, নির্বাচন প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদসহ আঞ্চলিক নির্বাচন অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *