সাভারে বিএনপি’র বৈশাখী আনন্দ শোভাযাত্রা

জেলা প্রতিনিধি : সাভার  পহেলা বৈশাখ উপলক্ষে  পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রাটি পৌর ছায়াবিথী এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী  মোঃ খোরশেদ আলমের সার্বিক তত্বাবধানে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক একজন সংসদ সদস্য  বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান ও বিএনপি নেত্রী মিনি আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *