মহিলার জমি দখলের অভিযোগ  মনোহরদীতে জোর জবরদস্তিতে বিধবা 

নরসিংদী প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে মর্জিনা বেগম নামের এক বিধবা মহিলার পৈতৃক সম্পত্তি ও ভিটে বাড়ী জোর জবরদস্তিতে অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের মাসুদের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামের পৈতৃক সম্পত্তিতে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছেন মর্জিনা। মর্জিনার দাদী এই সম্পত্তি তার সন্তানকে দেওয়ার সুবাদে মর্জিনা ও দীর্ঘ দিন যাবৎ এ জমি ভোগ করে আসছে। এই জমিটিতে প্রায় ৪০-৪৫ বছর আগে ঘর স্থাপন করে এ পর্যন্ত তারা বসবাস করে আসছে। মর্জিনার বাবা-মা,ভাই-বোন না থাকার কারণে স্বামী মৃত্যুর বেশ কিছু দিন পর তারই চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে পার্শ্ববর্তী শুঁকুনদী গ্রামের মাসুদের কাছে গোপনে  এ জমি বিক্রি করে দেয়।পরবর্তীতে মাসুদ  ও তার ছেলেরা জোর জবরদস্তি করে মর্জিনার দখলীয় জমি ও বাড়ীঘর দখল করতে নানাভাবে প্রভাব খাঁটাতে থাকে। এমন কি এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসী কায়দায় মর্জিনার সম্পত্তি দখল করে ফেললে মর্জিনা জীবনের হুমকীর মুখে থানায় জিডি সহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট আদালতের স্বরণাপন্ন হয়। যাহার মামলা ন-০৬/২০২৪   বিজ্ঞ আদালত মর্জিনার জমির সকল প্রমান পর্যবেক্ষণ করে জমির উপর ১৪৫ ধারা জারী করে এবং মর্জিনাকে তার বাড়ীতে থাকার নির্দেশনা দেয়। কিন্তু গত ২১ এপ্রিল মর্জিনা বাড়ীতে না থাকা কালীন সময়ে মাসুদ ও তার ছেলেরা আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাড়াটে সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রের মুখে মর্জিনার প্রতিবেশীদেরকে জিম্মি করে জমির উপর দেয়াল দিয়ে দেয় এবং তাকে বাড়ী থেকে উচ্ছেদ করে দেয়। সেই সাথে মর্জিনা যদি বাড়ীতে অবস্থান করে তাহলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। সে এখন নিরুপায় হয়ে অন্যের বাড়িতে বসবাস করছে।

এ ব্যাপারে মর্জিনার প্রতিবেশী ও পাশ্ববর্তী মসজিদের পেশ ইমাম ফজর আলী মৌলভী বলেন,আমি ছোট সময় থেকেই দেখে আসছি,এই জমিটি মর্জিনার বাপ-দাদাদের কিন্তু এখন তার চাচাতো ভাই বাদল বিএসসি কিভাবে বিক্রি করল তা আমাদের বোধগম্য নয়। এরপরও যাদের কাছে জমি বিক্রি করেছে,স্থানীয়ভাবে তাদের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করেছি কিন্তু তারা তাতেও পাত্তা দেয়নি।আমরা এর একটি সুষ্ঠু সমাধান চাই। আরেক প্রতিবেশী মোর্শেদ ও ফজর আলী মৌলভীর সুরে বলেন যে,একজন এতিম বিধবা মহিলার জমি অন্যজন নিয়ে যাবে এটি আমরা মেনে নিতে পারেনি।

গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এর একটি সুষ্ঠু বিচার দাবী করেন। 

এমতাবস্থায় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসন,এলাকার গণ্যমান্যও ব্যক্তিবর্গ,বিজ্ঞ আদালত ও মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার প্রার্থনা করছেন এই ভুক্তভোগী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *