দেশের স্বার্থ রক্ষা করে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

চ্যানেল7বিডি ডেক্স: ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “পদ্মা ও তিস্তা নদীর পানির পরিমাণ ইতিমধ্যে কমে গিয়েছে। যদি ব্রহ্মপুত্রের পানিও কমে যায়, তবে বাংলাদেশের নদীভিত্তিক বৈশিষ্ট্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।”

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কিট হাউজে বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের উদ্বেগ এবং জল ব্যবস্থাপনা
ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বতে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের পানি সংকট ও খরার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপদেষ্টা। চীনের বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে চীনকে জানানো হয়েছে। চীন থেকে জানানো হয়েছে, তাদের প্রকল্পে নিম্ন জলজ ভূমি দেশগুলোর কোনো ক্ষতি হবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, “পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের যেখানে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেখানে অভ্যন্তরীণ বিরোধের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

নদী গবেষণা ও দূষণ মোকাবিলা পরিকল্পনা
নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম বাড়াতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পপ্রবণ এলাকার নদীর দূষণের মাত্রা নির্ধারণে জিপিএস পয়েন্ট চিহ্নিতকরণ।
দাতা সংস্থার লোনের উপর নির্ভরশীলতা কমাতে নিজের সক্ষমতা বৃদ্ধি।
নদী থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশের ওপর প্রভাব এবং তা এড়ানোর উপায় চিহ্নিতকরণ।

সরকারি গবেষণার কার্যক্রম
সরকারি পর্যায়ে যেসব গবেষণা পরিচালিত হয়, তা স্থানীয় সংস্থার মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে নদী গবেষণা ইনস্টিটিউটের সক্ষমতা রয়েছে, সেখানে তাদের সম্পৃক্ত করতে হবে।

সহিংসতা নিরসনে সহনশীলতার আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “সহিংসতার পেছনে কোনো উসকানি রয়েছে কিনা, তা তদন্তে সরকারি সংস্থা কাজ করছে।

সভায় উপস্থিত ব্যক্তিরা
সভায় উপস্থিত ছিলেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হুরায়রা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ এবং ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

সংক্ষেপে মূল বার্তা
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভারতের এবং চীনের জল ব্যবস্থাপনা প্রকল্পগুলোতে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশের নদীগুলোর দূষণ এবং ইকোসিস্টেম রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে নদী গবেষণা ইনস্টিটিউটকে নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *