তথ্য নেই জেলা প্রশাসনেঅনুমোদন ছাড়াই বসছে বালিয়াপাড়া পশুরহাট

নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া পশুরহাট নির্ধারিত দিনের বাইরে বসাকে কেন্দ্র করে জেলার অন্যান্য হাট মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা বলছেন, এতে অন্যান্য হাট মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। এদিকে হাট কর্তৃপক্ষ এ বিষয়ে মাইকিং করলেও কিছুই জানেন না বলে দাবি করছেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ এই হাট নিয়মিত প্রতি শনিবার বসে। কিন্তু এবার কোরবানির ঈদকে সামনে রেখে আজ মঙ্গলবারও চলছে হাটের কার্যক্রম। এদিন হাট বসাতে কোনো অনুমোদন নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জেলা প্রশাসক, কুষ্টিয়া সদর উপজেলার সহকারী ভ’মি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা কোনো তথ্য জানাতে পারেননি।

জেলার অন্যান্য হাট মালিকদের দাবি, বালিয়াপাড়া হাটের ইজারা পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, যদিও হাটটি নিলাম নেওয়া হয়েছে অন্য একজনের নামে। বিএনপির ওই নেতা তার ক্ষমতার দাপট দেখিয়ে এককভাবে আজ মঙ্গলবার হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে অনুমোদনহীন নিয়ম বহিভ’তভাবে পশুহাট বসানো বন্ধ চেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন জেলার মধুপুর ইটভাটা পশুহাটের ইজারাদার আব্দুল মান্নান। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশু ক্রয়-বিক্রয়ের জন্য বালিয়াপাড়া পশুহাট নির্ধারিত দিন শনিবার। কিন্তু আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারছি, তারা (বালিয়াপাড়া) আগামী ৩ জুন (আজ) উপজেলা প্রশাসনের অনুমোদনহীন নিয়ম বহিভর্’ত অবৈধভাবে পশুহাট বসানোর পরিকল্পনা করছে। যার ফলে পার্শ্ববর্তী অন্যান্য পশুহাটের ইজারাদাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এ অবস্থায় আমরা অবৈধ হাট বন্ধের দাবি জানাচ্ছি।

এদিন বালিয়াপাড়া হাট বসানোর বিষয়ে জানতে কথা বলার জন্য কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি। তিনি হজ পালনে সৌদি আরব আছেন বলে তার অফিস থেকে জানানো হয়। সহকারী ভ’মি কর্মকর্তা বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন, আমি একটা ট্রেনিংয়ে খুলনা আছি। ফিরে এ বিষয়ে বলতে পারব।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, আমার কাছ থেকে কোনো অনুমোদন তারা নেননি। এটা উপজেলা প্রশাসন দেখে। তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে থাকতে পারে।

তবে হাটের অনুমোদন নেওয়া হয়েছে কিনা জানার জন্য বিএনপি নেতা জাহিদুল ইসলাম বিপ্লবকে কল করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *