জানা গেল সেই বৃদ্ধের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার রহস্য

ইউসুফ হোসাইন লালপুর নাটোর থেকে, লালপুরের পার্শ্ববর্তী আড়ানী রেলস্টেশনে বাঘা উপজেলায় আড়ানী রেলস্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার ঘটানা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার লালপুরের পার্শ্ববর্তী এই ঘটনা ঘটে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, নিহত সেই বৃদ্ধের নাম রুহুল আমিন (৬০)। তিনি উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বৃদ্ধ রুহুল আমিন ঋণ করে সেই টাকা শোধ করতে না পেরে এই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, গত সোমবার সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। ওইদিন বিকেলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা দেন স্টেশন মাস্টার। ট্রেন আসছে শুনে বৃদ্ধ পূর্বপ্রান্তে অবস্থান নেন। পরে ট্রেনের ইঞ্জিন প্লাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জিয়াউর রহমান আরও বলেন, ‘পারিবারিকভাবে জানতে পেরেছি তিনি স্থানীয় একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ করে এবার পেঁয়াজ চাষ করেন। খারাপ বীজের কারণে সেই পেঁয়াজের ফলন হয়নি। এতে হতাশ হয়ে পরে তিনি। কি করে ঋণ পরিশোধ করবেন এনিয়ে বেশ চিন্তিত ছিলেন। এরপর থেকেই তিনি পারিবারিকভাবে বিষণ্ন ছিলেন। তিনি আরও বলেন, ‘গত এক মাস তিনি কারও সঙ্গে কথাও বলতেন না। এছাড়াও তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে- ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে রেল পুলিশ। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর তাকে মঙ্গলবার দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *