আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬, স্বর্ণ-টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজারে ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণ লুটের ঘটনায় জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়ের ৭৬ হাজার টাকাসহ হত্যায় ব্যবহৃত দুইটা চাপাতি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।

গ্রেফতাররা হলেন, রিপন মিয়া (৪০), আরিফ প্রামাণিক (৩০), শাহ আলম (৪৫), আরমান শেখ (৪৫), ইব্রাহিম বাবু (৪৫) ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, চলতি মাসের ৯ মার্চ রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের সামনে অজ্ঞাতনামা ডাকাতরা স্বর্ণালয়ের মালিক দিলীপকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং স্বর্ণের ব্যাগ লুট করে পালিয়ে যায়। ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশের একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় খুনসহ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে। পরে এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকাল আনুমানিক ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তারের জন্য সাভার, আশুলিয়া, রাজশাহী ও রাজবাড়ী জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫ জন ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যা ও স্বর্ণ ডাকাতি সংঘঠিত করে এবং বাকি একজন ডাকাতির মালামাল তার জিম্মায় রাখেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরো স্বীকার করে তারা চারজনসহ আরও ৮/৯ জনের একটি গ্রুপ দীর্ঘ ৮/১০ বছর ধরে ঢাকা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।

এছাড়া তারা দিনের বেলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যার পর থেকে তারা একত্রিত হয়ে ডাকাতি করে থাকে। তাদের চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে এসময় আশুলিয়া থানার ওসিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *