ইউসুফ হোসাইন নাটোর প্রতিনিধি: নাটোরে কিছুতেই থামছেনা মৃত্যুর মিছিল তিনদিনে সড়কে প্রান গেল ১০ জনের বেপরোয়া দ্রæত গতির নিন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী সচেতন মহলের ।
ইউসুফ হোসাইন নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত ১ মৃত্যুর মিছিল নাটোর শহরে গত তিনদিনে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ১০ জনের জানাযায় নাটোর শহরতলীর হরিশপুর এলাকার নাটোর-ঢাকা মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবির হোসেন (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর-০২ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সিদ্দিকী (৫০) এবং সাংবাদিক তোফাজ্জ্বল হোসেনের ছেলে সাকলাইন (১৫)। নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের লাকি মেম্বারের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আবির হোসেনকে মৃত ঘোষণা করা হয় এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার পিতার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, খেজুরতলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই যানবাহন চলাচলে অব্যবস্থাপনা এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ সাধারণ জনগণের । উলেখ্য বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও নিহতের সংখ্যা বেড়ে আট জন হয়েছে। ২৩ শে জুলাই বনপাড়া হাটিকুমরুল এলাকায় একই স্থানে বাস ট্রক সংঘর্ষে আটজন নিহত হয় বেপরোয়া দ্রæত গতির নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।